খাগড়াছড়ির চেঙ্গী নদীর ব্রীজের নিচ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের গঞ্জপাড়া ব্রিজের নিচ থেকে মরহেদটি উদ্ধার করা হয়।
এ নিয়ে গত ৫ দিনের ব্যবধানে এক জীবিত নবজাতক এবং এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হলো। দুই মাস আগে আরও এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে গত সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পূর্ব শান্তিনগরের রাজু বোর্ডিংয়ের পিছনে একটি ড্রেন থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়। উদ্ধারের পর নবজাতককে খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সেই নবজাতক সুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে। তার আগে গত ১৯ আগস্ট দুপুরে খাগড়াছড়ি পৌরসভা সংলগ্ন সেতুর নিচে থেকে কার্টুন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা বলেন, 'স্থানীয়দের থেকে খবর পেয়ে গঞ্জপাড়া ব্রীজের নিচ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই অপরাধের সাথে কারা জড়িত তাদের খোঁজে বের করা হবে। এ বিষয়ে কাজ চলছে।'
কুশল/সাএ
সর্বশেষ খবর