টাঙ্গাইলের মির্জাপুরে জুতা পায়ে শহীদ মিনার বেদীতে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ ও বক্তব্য প্রদানের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। বিষয়টি আইনত দণ্ডনীয় অপরাধ না হলেও শহীদদের প্রতি অবমাননা হিসেবেই দেখা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আসর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়। মিছিল শেষে মির্জাপুর কেন্দ্রেীয় শহীদ মিনারের বেদীতে উঠে বক্তব্য রাখেন জামায়াত নেতারা।
২০০৬ সালে আওয়ামী লীগের লগি বৈঠার তা-ব ও ওই ঘটনায় দোষীদের বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামী। এতে উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ইয়া ইয়াহ খান মারুফ, সেক্রেটারি আবুল কাশেম মৃধা, উপজেলা যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শাহজাহান, বাইতুল মাল সম্পাদক ইসহাক আলীসহ কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শহীদ মিনার বেদীতে দাঁড়িয়ে বক্তব্য প্রদান করা এই আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার বলেন, বিষয়টাতো আসলে অতদূর চিন্তা করিনাই তবে ওইখানে বক্তব্য না রাখলেও চলতো আরকি !
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলামের কাছে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠান করলেও পূর্বানুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত না জেনে কোন মন্তব্য করা সম্ভব না।
কুশল/সাএ
সর্বশেষ খবর