জাতীয়ভাবে দেশে ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ‘পূর্ণাঙ্গভাবে’ চালু হচ্ছে কয়েক বছর ধরে আটকে থাকা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। সেবাটি চালুর ফলে মোবাইলফোনে লেনদেন বা এমএফএস জালিয়াতি, ইকেওয়াইসি জালিয়াতি, সিম প্রতারণা ও স্ক্যাম প্রতিরোধ, সর্বোপরি টেলিকম খাতের নিরাপত্তা ও রাজস্ব সুরক্ষা অটুট হবে বলে মনে করছে এই সেবার দায়িত্বে থাকা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আজ বুধবার (২৯ অক্টোবর) বিটিআরসির সম্মেলন কক্ষে এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বিটিআরসির প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব জানান, মোবাইলফোন ব্যবহার করে ঘটে যাওয়া এমএফএস প্রতারণা, স্ক্যাম ও ডিজিটাল জালিয়াতির অধিকাংশ ঘটনা অবৈধ ফোন ব্যবহার থেকে হয়। এনইআইআর চালু হলে গ্রে হ্যান্ডসেট বন্ধ হবে, রাজস্ব ফাঁকি রোধ হবে এবং ফোন ছিনতাই কমবে।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক বলেন, টাওয়ারের অধীনে হ্যান্ডসেটে যুক্ত সিমগুলো হোয়াইট, ব্ল্যাক, গ্রে ও রোমিং ক্যাটাগরিতে বিন্যস্ত হবে। পুরনো সব সেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং পুরো প্রক্রিয়া বিটিআরসির ওয়েবসাইট থেকে সম্পন্ন হবে।
আইএমআই যাচাইয়ের জন্য ১৬০০২, নিবন্ধনের জন্য ১৬১৬১ নম্বরে মেসেজ পাঠাতে হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর