ফরিদপুরের ভাঙ্গায় ডোবায় পড়েছিল এক যুবকের মরদেহ। এসময় ঐ নিহত যুবকের নিকট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।নিহত ঐ যুবক শরীয়তপুরের মো. রুস্তুম এর পুত্র জোবায়ের।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে চারটার সময় ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনে একটি ডোবা থেকে জোবায়ের এর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, আজ বিকাল সাড়ে চারটার দিকে স্থানীয় লোকজন ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনে একটি ডোবার ভিতর মরদেহ দেখতে পায়ে পুলিশি খবর দেয়। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মাদ আশরাফ হোসেন বলেন, আজ ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনে একটি ডোবার ভিতর থেকে আমরা মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করি এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর