বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের উদ্দেশ্যে যে ৩১ দফা দিয়েছেন, তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম রূপরেখা বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
শনিবার (১ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে ‘সম্ভাবনাময় বাংলাদেশ’ নামক একটি সামাজিক সংগঠনের আয়োজনে ‘পরিবর্তনের পথে বাংলাদেশ: নতুন আশা, নতুন সম্ভাবনা’ প্রেক্ষিত বিবিসি বাংলায় তারেক রহমানের সাক্ষাৎকার শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, তা আপনাদের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। আর সেখানে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমানের ৩১ দফায় শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সার্বিক উন্নয়নের কথাসহ প্রতিটি অর্গানের কথা বলা আছে।’ তিনি বলেন, ‘আজকের সেমিনারের আয়োজক মনিরুল হক চৌধুরী কুমিল্লার উন্নয়নে আরও ৯টি দফা দিয়েছেন।
কুমিল্লার উন্নয়নে যে ৯ দফা দেওয়া হয়েছে, সেগুলো আমিও সমর্থন করি। সেই সঙ্গে আমিও একটি দফার কথা বলব, কুমিল্লাকে আপনি শিক্ষার জোন হিসেবে গড়ে তুলবেন, যাতে অভিভাবকেরা তাঁদের সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে পারেন।’
সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান নির্বাহী প্রফেসর ড. এম এম শরীফুল করীম। সেমিনারে মূল আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম। সেমিনারে তারেক রহমানের সাক্ষাৎকারের একটি প্রকাশনা উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত জনতার মাঝে ২০ হাজার কপি প্রকাশনা বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, ‘তারেক রহমান বাংলাদেশ তথা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। দীর্ঘ বছর আমরা যাদের নিয়ে আন্দোলন করেছিলাম, যাদের খালেদা জিয়া আশ্রয় না দিলে অস্তিত্ব থাকত না, তাদের উসকানির মুখে এ পৃথিবীতে নজিরবিহীনভাবে তারেক রহমান নির্বাচনমুখী হয়ে এগিয়ে যাচ্ছেন। এই নজির আমার রাজনৈতিক জীবনে আমি দেখিনি। তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি দেশনায়ক-রাষ্ট্রনায়ক হওয়ার অন্যতম যোগ্য দাবিদার।’
তিনি আরও বলেন, ‘শহীদ জিয়ার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সে মুক্তিযুদ্ধ শেষ হয়নি। গত বছর ৫ আগস্ট যে দ্বিতীয় বিপ্লব তাতেও শেষ হয়নি। এ দেশ থেকে শোষণ, অত্যাচার, নিপীড়ন বন্ধ হয়নি। এ দেশে মুক্তিকামী জনতার স্বাধীনতার প্রকৃত বাস্তবায়ন করবে তারেক রহমান। কুমিল্লার উন্নয়ন ছাড়া আমি আমার জীবদ্দশায় কিছু ভাবতে পারিনি। সামনে যত দিন বাঁচব কুমিল্লার উন্নয়নের সারথি হয়ে বাঁচতে চাই।’
প্রফেসর ড. আমজাদ হোসেন ও মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাউমুল হক রিঙ্কু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান দোলন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসাইন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান আমানউল্লাহ আমান, কুমিল্লা বাঁচাও মঞ্চের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, অ্যাডভোকেট মোতালেব মজুমদার প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর