আগামী বুধবার (৫ নভেম্বর) রাতের আকাশে দেখা যাবে ২০২৫ সালের সবচেয়ে নিকটবর্তী ও উজ্জ্বল পূর্ণচাঁদ—যা জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন ‘সুপারমুন’। এদিন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করবে এবং স্বাভাবিকের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল দেখাবে।
পৃথিবীর সবচেয়ে কাছে পূর্ণচাঁদ
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, এই সময় চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩৫৭,০০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে। যখন পূর্ণচাঁদ এই নিকটতম বিন্দুতে আসে, তখন সেটিকে ‘সুপারমুন’ বলা হয়।
নাসার মতে, প্রতি বছর চার থেকে পাঁচটি সুপারমুন দেখা যায়, তবে নভেম্বরের এই চাঁদ হবে বছরের সবচেয়ে কাছাকাছি ও উজ্জ্বলতম।
চোখেই দেখা যাবে সুপারমুন
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সুপারমুন দেখার জন্য কোনো টেলিস্কোপের প্রয়োজন নেই। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই চাঁদের উজ্জ্বলতা ও আকারের পার্থক্য টের পাওয়া যাবে।
তবে সূর্যাস্তের পর পরই দিগন্তরেখার কাছ থেকে চাঁদের উদয় দেখলে সবচেয়ে বড় ও সুন্দর মনে হবে।
প্রকৃতিতে সামান্য প্রভাব
বিশেষজ্ঞদের মতে, সুপারমুনের কারণে সমুদ্রের জোয়ার–ভাটায় সামান্য প্রভাব পড়তে পারে, তবে বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা নেই। একে বলা হয় “কিং টাইড”—যেখানে জোয়ার সামান্য বেশি উঁচু হয়।
বাংলাদেশে দেখা যাবে কখন
বাংলাদেশে আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে পূর্ব দিকের আকাশে চাঁদটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। শহরের আলো-আঁধারি থেকে দূরে, খোলা জায়গায় বা গ্রামের আকাশে এর উজ্জ্বলতা আরও বেশি চোখে পড়বে।
সূত্র: AP.
সাজু/নিএ
সর্বশেষ খবর