বিশ্বের এই মুহূর্তে শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে ব্র্যান্ড গবেষণা প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ড। এতে জায়গা করে নিয়েছে অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন, গুগল ও স্যামসাং।
এবারে টানা ষষ্ঠবার এ তালিকায় জায়গা করে নিয়েছে স্যামসাং। বৈশ্বিক ব্র্যান্ড পরামর্শক ইন্টারব্র্যান্ড এই স্বীকৃতি দিয়েছে।
স্যামসাং ব্র্যান্ডের ভ্যালু এখন ৯০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ২০২০ সাল থেকে এশিয়ার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বৈশ্বিক শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ইন্টারব্র্যান্ড তথ্য বলছে, ব্র্যান্ডের এমন স্বীকৃতির পেছনের প্রধান কারণ হচ্ছে ব্যবসায়িক সব ইউনিটে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে গুরুত্ব দিয়েছে।
ইনোভেশন ফর অল উদ্দেশ্য সামনে নিয়ে বিশ্বে অধিক সংখ্যক আগ্রহীকে এআই প্রযুক্তিতে অভ্যস্ত ও সহজলভ্য ডিভাইস তৈরিতে টানা কাজ করে চলেছে। বিশেষ করে কনজ্যুমার ইলেকট্রনিকস খাতে ব্র্যান্ডটি প্রতিটি পণ্যের ধরন অনুযায়ী উপযোগী এআই প্রযুক্তি চালু করে বাজারে নিজেদের অবস্থানকে শক্তিশালী করেছে। এই ব্র্যান্ডের টিভিতে ভিশন এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীর জন্য চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি টিভি দেখার অভিজ্ঞতাকে পার্সোনালাইজড করে তুলেছে। অন্যদিকে, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনের মতো পণ্যের ক্ষেত্রেও ধারাবাহিক উদ্ভাবন ও উন্নত এআই সক্ষমতার মাধ্যমে স্যামসাং বিশ্ববাজারে অবস্থান বজায় রেখেছে। বিস্পোক এআই-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সাশ্রয়, উন্নত পারফরম্যান্স এবং ডিজাইনের নান্দনিকতার মাধ্যমে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করছে।
স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের পরিচালক ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, আমরা বাংলাদেশি ক্রেতার জন্য অত্যাধুনিক এআই প্রযুক্তি নিশ্চিতে কাজ করছি। অন্যদিকে, তাদের জীবনে সময়োপযোগী ডিজিটাল চাহিদা পূরণে নিত্যনতুন উদ্ভাবন করছি। এতে আধুনিক প্রযুক্তিকে সহজলভ্য ও অর্থবহ করার সুযোগ তৈরি হয়েছে। ব্র্যান্ডের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু মূল্যায়নের ওপর ভিত্তি করে ইন্টারব্র্যান্ডের বেস্ট গ্লোবাল ব্র্যান্ডস তালিকা তৈরি করে। গ্যালাক্সি সিরিজে এআই প্রযুক্তির উন্নয়নে ডিভাইসের সক্ষতা অনেকাংশে বাড়িয়েছে।
জানা গেছে, চলতি বছর ব্র্যান্ডটি ৪০ কোটি ডিভাইসে এআই প্রযুক্তি যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে, যা এই প্রযুক্তিকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর