বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শাহরুখ খানের অসংখ্য ভক্ত। তাকে এক নজর দেখার জন্য হোক কিংবা তার কোনো কাজ বা যেকোনো কিছু নিয়ে ভক্তদের উন্মাদনা থাকে তুঙ্গে। কেউ কেউ এমন সব কাণ্ড করেন যা রীতিমতো অবাক করার মতোই!
এদিকে এই অভিনেতার এক অস্ট্রেলিয়ান ভক্ত রয়েছে যিনি প্রতি বছর শাহরুখের জন্মদিনে চাঁদে এক খণ্ড করে জমি কেনেন। চাঁদের বিখ্যাত জায়গা ‘সি অব ট্র্যাংকুইলিটি’-তে ইতিমধ্যে কিং খানের নামে রয়েছে কয়েক একর জমি।
জানা গেছে, তার সেই ভক্তের নাম স্যান্ডি। তিনি ২০০২ সাল থেকে শাহরুখের জন্য চাঁদে জমি কিনছেন। ২০০৯ সালে এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছিলেন শাহরুখ খান নিজে। লুনার রিপাবলিক সোসাইটি থেকে তিনি এই উপহারের সার্টিফিকেটও সংগ্রহ করেছেন।
সেই ভক্তটি ২০০২ সালে শাহরুখের নামে বৃশ্চিক রাশির একটি তারার নামকরণও করেছিলেন।
এই উপহার পাবার পর শাহরুখ খান কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এই উপহার এবং ভক্তদের কাছ থেকে অন্যান্য উপহারের জন্য কৃতজ্ঞ। একটি সাক্ষাৎকারে এও উল্লেখ করেছেন, তিনি বিশ্বজুড়ে মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসায় নিজেকে ধন্য মনে করেন।
এদিকে আজ ২ নভেম্বর বলিউড বাদশাহর ৬০তম জন্মদিন। তার জন্মদিনে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে আসন্ন সিনেমা ‘কিং’-এর টিজার। ইতিমধ্যে সোশ্যালে ঝড় তুলেছে সেই টিজার।
কুশল/সাএ
সর্বশেষ খবর