কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই হাজী ময়নাল হোসেনের বাড়িতে গলায় ফাঁস দিয়ে মুইন মিয়া (৩৪) নামে এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী আত্নহত্যা করেছে।
রবিবার (২ নভেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে। সে একই এলাকার মো. আব্দুল রব এর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই হাজী ময়নাল হোসেনের বাড়ীর মোঃ আব্দুল রব এর ছেলে মুইন মিয়া একজন মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ছিলেন।
সে বিভিন্ন বিষয় নিয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন রাতে খাবারের পর তার ঘরে ঘুমাতে গেলে রাতের কোন এক সময় পরিবারের সকলের অগোচরে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
পরে থানা পুলিশকে খবর দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর