মানিকগঞ্জে মাধ্যমিক শিক্ষার্থীদের (অনূর্ধ্ব- ১৫) সাঁতার প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সমাপনী এই অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এই সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
জানা গেছে, জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গেল মাসে (১৬ অক্টোবর) এই সাঁতার প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে জেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন বালক অংশগ্রহণ করে। অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের ২১ টি সেশনে চলে প্রশিক্ষণ।
৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১০ জন প্রতিভাবানকে পরবর্তী বিভাগীয় প্রতিযোগিতায় পাঠানোর জন্য বাছাই করা হয়েছে। পরবর্তী প্রতিযোগিতায় তারা জেলার হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন, সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা। প্রতিটি শিশুরই সাঁতার শেখা জরুরি, কারণ দুর্ঘটনাবশত পানিতে ডুবে মৃত্যুর ঘটনা আমাদের দেশে প্রায়ই ঘটে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা শুধু সাঁতার শেখেনি, বরং আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়া উন্নয়নে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন, সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ক্রীড়া সংস্থার ক্রীড়া সাংবাদিক আব্দুল মোমিন, এনপিআই ইউনিভার্সিটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফারুক হোসেন প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর