আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনী তহবিলে বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন নারী নেত্রীরা। তাঁদের অভিযোগ, পুরুষদের তুলনায় নারী প্রার্থীরা পরিবার ও সমাজ—দুই দিক থেকেই আর্থিক সহায়তা পান না, ফলে অনেক যোগ্য নারী নির্বাচনে অংশ নিতে পারেন না।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানান নারী নেত্রীরা।
বৈঠক শেষে উইমেন এন্টারপ্রেনিউর অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল বলেন, নারীদের অংশগ্রহণ বাড়াতে অন্তত ১৫০টি সংসদীয় আসন নারীদের জন্য বরাদ্দ করা উচিত।
তিনি বলেন, “নারীরা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাই সরকার ও ইসির উচিত তাঁদের সহায়তা করা। আমেরিকাতেও নারীদের এভাবে সহযোগিতা করা হয়। নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে ও নির্বাচনে অংশ নিতে পারেন—এমন পরিবেশ নিশ্চিত করতে হবে।”
নির্বাচনী তহবিল নিয়ে নাসরিন ফাতেমা বলেন, নারীদের জন্য তহবিল জোগাড় করা কষ্টকর, পরিবার থেকেও সহজে ফান্ড পাওয়া যায় না, যা পুরুষরা করতে পারেন। তিনি বলেন, সরকার যদি কিছু সহায়তা করে, তাহলে অনেক নারী নির্বাচনে অংশ নিতে পারবেন।
এক প্রশ্নের জবাবে নাসরিন ফাতেমা আরও বলেন, দলগুলোকেও আমরা বলতে চাই, কোথাও দেখা যায় যে এটা ৫ শতাংশ, কোথাও দেখা যাচ্ছে ৭ শতাংশ, এভাবে মনোনয়ন দিচ্ছে। এভাবে না করে আমার মনে হয় উনারা যদি বলেন যে এত পারসেন্ট দেবে, সেভাবে যদি হয় তাহলে জিনিসটা একটু ব্যালেন্স হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর