সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কয়েছর এম আহমদের নাম ঘোষণার দুদিন পর তিনি এই ঘোষণা দেন।
জানা গেছে, জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের বাসিন্দা ব্যারিস্টার আনোয়ার হোসেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব পদে দায়িত্ব পালন করেছেন।
ব্যারিস্টার আনোয়ার হোসেন জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। খুব শীঘ্রই তার নির্বাচনী এলাকার মানুষদের সঙ্গে বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। দলীয় প্রার্থী ঘোষণা করার পর এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি জানান, "আমি আগে জেলা কমিটিতে ছিলাম এখন নেই। আমি সব বিষয়ে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি আর এলাকার সবাইকে নিয়েই নির্বাচন করব এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণা চালাবো।"
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর