আম জনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান দাবি করেছেন, ডেসটিনি গ্রুপের রফিকুল আমীনের গড়া আম জনগণ পার্টিকে দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তিনি শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অনশনরত অবস্থায় এ অভিযোগ উত্থাপন করেন। তারেকের অভিযোগ, ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে দলটির নিবন্ধন নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নিবন্ধন পাইনি বলে আমি অভিযোগ করছি না। তবে রফিকুল আমীনের দল রাজনৈতিকভাবে অনৈতিক, তাই তাদের নিবন্ধন বাতিল হওয়া উচিত।” তিনি আরও বলেন, ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে গিয়ে বিষয়টি যাচাই করবেন।
তারেক বর্তমানে টানা ১০০ ঘণ্টার অনশন করছেন। তিনি জানালেন, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তবে তিনি ইসির এখনো কোনো সঠিক জবাব পাননি। তিনি ইসিকে আহ্বান জানিয়েছেন, অভিযোগটি দ্রুত খতিয়ে দেখার ব্যবস্থা করতে।
সাজু/নিএ
সর্বশেষ খবর