চলতি ফাজিল পরীক্ষার পরীক্ষা কেন্দ্র থেকে নকলের দায়ে আট নারী শিক্ষার্থীসহ নয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও একজন শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বরগুনার আমতলী উপজেলার হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে মোট নয়জন ফাজিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে আটজন নারী।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনউজ্জামান খান নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনে গেলে নকলের বিষয়টি তার নজরে আসলে তিনি ওই পরীক্ষার্থীদের বহিষ্কার করেন। আর দায়িত্বে অবহেলার কারণে একজন শিক্ষিকাকে অব্যাহতি দেয়া হয়। ঐ পরীক্ষা কেন্দ্রে আজ ইসলামের ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা চলছিল। মোট ৭৮ পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন নারী পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনউজ্জামান খান বলেন, চলমান পরীক্ষায় শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার নকলের দায়ে নয় জন ফাজিল পরীক্ষার্থীকে বহিষ্কার ও শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর