বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কয়েকজন কেন্দ্রীয় নেতাকে 'বিএনপির প্রোডাক্ট' না বলে একটি ভিডিও বক্তব্যে মন্তব্য করেছিলেন নোয়াখালী-৫ আসনে বিএনপি থেকে দলীয় ধানের শীষে মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
বক্তব্যের প্রতিবাদে গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন ও নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অরাজনৈতিক এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আলোচিত ও বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে নেন মোহাম্মদ ফখরুল ইসলাম।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভিডিও বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলামকে বলতে দেখা যায়, "আমি যদি বলি, সারাদিন বলে শেষ করা যাবে না, হাজার হাজার নেতাকর্মীরা দেখেন, এর বড় অংশ হচ্ছে অন্যদল থেকে আসা। এমন কি বিএনপির মহাসচিবও অন্যদল থেকে আসছেন।
ওবায়দুর রহমান আওয়ামী লীগ থেকে এসে বিএনপির মহাসচিব হন, মান্নান ভূঁইয়া ন্যাপ থেকে এসে মহাসচিব হন, এমনকি নোয়াখালীর রাজনীতিতে বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদীন ফারুক, মোহাম্মদ শাহজাহান সাহেব উনারা একজনও বিএনপির প্রোডাক্ট না। শাহজাহান সাহেব আসছেন ন্যাপ থেকে, বরকত উল্লাহ বুলু ও জয়নুল আবেদীন ফারুক আসছেন জাসদ থেকে। তাহলে এত লোক যদি বিএনপি করতে পারে, সবার চুলকানি শুধু আমাকে নিয়ে কেন।" বিএনপি থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীর এমন বক্তব্য ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। তীব্র সমালোচনার মুখে পড়ে ফখরুল ইসলাম তার বক্তব্য প্রত্যাহার করে নেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর