বরগুনার পাথরঘাটা উপজেলায় মধ্যরাতে এক গৃহবধূকে কুপিয়ে জখম করে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার ৮ নভেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার সময় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ হোগলাপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটে। এ সময় ডাকাতরা গৃহবধূ শিউলি খাতুনকে (৩৫) কুপিয়ে জখম করে তাকে বেধে রাখে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মাহমুদুল হাসান মাসুদ এর স্ত্রী শিউলি খাতুনের বাস গৃহের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাত দলের ২ জন ঘরে ঢুকেই শিউলি খাতুনের হাত-মুখ বেঁধে ফেলে। তার কপাল ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে রক্তাক্ত আহত করে।
ডাকাতরা ঘরে থাকা নগদ ৫-৬ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। লুটকৃত স্বর্ণালঙ্কারের মোট ওজন প্রায় ৪ ভরি ও আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
ঘটনার পর ডাকাতরা শিউলির হাত-মুখের বাঁধন খুলে দিয়ে রাত ৪টার দিকে স্থান ত্যাগ করে। পরে শিউলি ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিউলির নিকটতম আত্মীয় ডা. বশির আহমেদ বলেন, শিউলিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে, তার চিকিৎসা চলছে। মামলার ও প্রস্তুতি চলছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর