খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই আসামি পালানোর ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় কারাগারে দেয়াল টপকে পালিয়ে যায় তারা। পরে কারারক্ষী এবং পুলিশের দ্রুত পদক্ষেপে এক আসামিকে জেলা সদরের টিএন্ডটি গেইট এলাকা থেকে আটক করে জেলা কারাগারে নিয়ে আসা হয়। এখনো অপর আসামি পলাতক রয়েছে।
আসামিরা হলেন, শফিকুল ইসলাম (২৪)। সে খাগড়াছড়ি পৌর সদরের ইসলাম পুর এলাকার নুরুল ইসলামের ছেলে। তার মামলা নাম্বার- ৯১/২৫, সেকশন নং- ১৪৭/১৪৮/১৪৯, আসামি নং- ১২৪৮/২৫। অপর আসামি রাজিব হোসেন (২০)। সে জেলার রামগড় উপজেলার মৃত বাচ্চু মিয়ার ছেলে। মামলা নাম্বার- ৫১/২৫, সেকশন নং- ৩৭৯, আসামি নং- ১২৪০/২৫।
জানা যায়, রবিবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা কারাগার থেকে তিনজন জেল হাজতের আসামি পালানোর চেষ্টা করে। এতে দুই জন আসামি পালায়ন করতে সক্ষম হয়। এর মধ্যে একজন আসামিকে, খাগড়াছড়ি টিএন্ডটি গেইট এলাকা থেকে আটক করে জেলা কারাগারে নিয়ে আসা হয়। এবং এখনো একজন আসামি পালাতক রয়েছে। উক্ত আসামিকে আটক করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা অব্যাহত রয়েছে।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, 'বিকেল সাড়ে পাঁচটার দিকে দুইজন আসামি দেওয়াল টপকিয়ে পালিয়ে যায়। এরমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পালিয়ে যাওয়া শফিকুল কে এখনো ধরা সম্ভব হয়নি। তবে তাকে ধরতে ব্যাপক অভিযান চলছে। পালিয়ে যাওয়া শফিকুল চুরির আসামি বলে জানা গেছে।
এ বিষয়ে খাগড়াছড়ি জেল সুপার এবং জেলারের বক্তব্য পাওয়া যায়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর