মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টিম লিডার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা ও মিম, চতুর্থ শ্রেণির ছাত্রী রাফিয়া এবং আলিয়া। তারা সবাই দুই আপন ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চারজন একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেলের দিকে স্থানীয়রা বিলে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ফায়ার সার্ভিসের টিম লিডার শামীম হোসেন জানান, স্থানীয়রা তিনজনের মরদেহ উদ্ধার করেন, পরে বিলের একটি গভীর গর্ত থেকে ফায়ার সার্ভিস বাকি এক শিশুর মরদেহ উদ্ধার করে।
বারাদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল ইসলাম বলেন, “শাপলা তুলতে গিয়ে তারা সম্ভবত বিলের একটি গভীর অংশে পড়ে নিখোঁজ হয়।”
মেহেরপুর সদর থানার ওসি মেছবাহ উদ্দিন বলেন, “নিহতদের কেউই সাঁতার জানতো না। বিলে বিভিন্ন স্থানে গভীরতা বেশি থাকায় তারা তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।”
এ ঘটনায় মোমিনপুর ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর