নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মো: ফখরুল ইসলাম বিএনপি নেতা তোতা চেয়ারম্যানের খুনিদের নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
রবিবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজারে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ইসমাইল তোতা, বিএনপি নেতা ইব্রাহিম তোতা, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে চরএলাহী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল মালেক, চরএলাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম রনি, চরএলাহী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সবুজ, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল আলী’সহ কয়েক’শ নারী-পুরুষ অংশ নেয়।
সমাবেশে চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা বলেন, নোয়াখালী-৫ আসনে কেন্দ্রীয় বিএনপি নেতা বজলুল করিম চৌধুরী আবেদসহ বিএনপির মনোনয়ন পাওয়ার মতো যোগ্য চারজন নেতা ছিলেন।ছাত্রজীবনে শিবির করা একজনকে বিএনপি কিভাবে ধানের শীষ প্রতীক দেয় বোধগম্য নয়।তবুও আমাদের দল বিএনপি ফখরুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদান করেছেন। আমরা আমাদের নেতা বজলুল করিম চৌধুরী আবেদ এর নির্দেশে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দলের জন্য, ধানের শীষের বিজয়ের জন্য কাজ শুরু করেছি। কিন্তু আমরা দেখলাম ফখরুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর আমার বাবা চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের বাড়িতে মিষ্টি বিতরণ করা হয়। এরপরই তোতা হত্যা মামলার অন্যান্য আসামিদের নিয়ে ফখরুল সাহেব তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন এবং আবেদ ভাইয়ের কর্মীদের হুমকি-ধুমকি দিচ্ছেন, দফায় দফায় হামলা করছেন। তিনি বলেন, আমরা ভেবেছিলাম মনোনয়ন পাওয়ার পর ফখরুল সাহেব অন্যান্য মনোনয়ন প্রত্যাশী এবং দলের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে ভোট করবেন, সেখানে তিনি তা না করে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জেলা নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং উস্কানি দিয়ে কোম্পানীগঞ্জের রাজনীতি উত্তপ্ত করছেন। তাঁর বক্তব্যে আমাদের দলের নেতাকর্মীরা হতাশ হচ্ছেন। আমরা তাঁর এসব কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই এবং তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সমাবেশ থেকে সকল ধরনের ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তোতা পরিবারের সদস্যরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর