দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে বরগুনায় দ্বিতীয় দিনের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাঁরা কলম বিরতিও করছেন।
সোমবার সকাল থেকে জেলার ৭৯৮টি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। তাই সকাল থেকে বিদ্যালয়ে আসা বেশিরভাগ শিক্ষার্থী ফিরে গেছেন বাড়িতে।
আর জেলার ৪,১১০ জন সহকারী শিক্ষকের মধ্যে বিদ্যালয়ে আসা শিক্ষকরা অবস্থান নিয়েছেন অফিস কক্ষে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর