কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, দলের ভেতরে নেতিবাচক প্রভাব বিস্তার ও নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির অভিযোগে সোমবার (১০ নভেম্বর) এই শোকজ নোটিশ পাঠানো হয়।
জানা যায়, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিতাস উপজেলার গাজীপুরের তিতাস ভবনে আয়োজিত আলোচনা সভায় মেহেদি হাসান সেলিম বক্তব্য দেন। ওই সময়ের ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে বলতে শোনা যায়, “জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।” ঘটনাটি উপস্থিত নেতাকর্মীদের বিস্মিত করে তোলে এবং তারা সাংবাদিকদের ভিডিও ধারণ বন্ধ করতে বলেন।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে মেহেদি হাসান সেলিম তার ফেসবুক আইডিতে এক বিবৃতি দিয়ে বলেন, “৭ নভেম্বরের সভায় আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছিলাম। কিন্তু ভুলক্রমে অন্য একটি নাম উচ্চারণ করি। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও মুখ ফসকে বলা (স্লিপ অব টাং) কথা। সঙ্গে সঙ্গেই আমি উপস্থিত নেতৃবৃন্দের কাছে ক্ষমা প্রার্থনা করি।”
দলীয় সূত্রে জানা গেছে, তাকে তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর