রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালি) আসনে ধানের শীষের মনোনয়ন ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম।
তিনি তারেক জিয়া পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক এবং তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বলেও জানান।
১০ নভেম্বর (সোমবার) দুপুর থেকে রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের দর্গাতলা এলাকায় হযরত শাহ্ জুঁই (রহ) মাজার শরীফের সামনে তিনি এই অনশন শুরু করেছেন।
পৌরশহরের ঢেঁকিপাড়ার বাসিন্দা রিয়াজুর ইসলাম বলেন, "কোনো জোটের প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীর দাবিতে আমি রাজবাড়ী-২ আসনে আমরণ অনশনে বসেছি।" তিনি আরও বলেন, "আমাদের এ আসনে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাসিরুল হক সাবু এবং রাজবাড়ী জেলা বিএনপির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বিএনপির মনোনয়নের দাবিদার। এদের মধ্যে থেকে যাকে মনোনয়ন দেবে তারেক জিয়া পরিষদ, সেই প্রার্থীকে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।"
তিনি দাবি করেন, এ আসনে জোটের প্রার্থী দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে, যাকে নিয়ে আলোচনা চলছে তিনি "আওয়ামী লীগের দোসর" এবং এমন ব্যক্তিকে রাজবাড়ী-২ আসনের মানুষ মেনে নেবে না।
অনশনরত রিয়াজুল ইসলাম বিএনপির হাইকমান্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির মনোনয়ন বোর্ডের নেতাদের অনুরোধ করেন যেন এ আসনে ধানের শীষের প্রার্থী দেওয়া হয়। জোটের কোনো প্রার্থী এলে এ আসনের মানুষ তা মানবে না বলেও তিনি উল্লেখ করেন। ধানের শীষের মনোনয়ন বা প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি এই অনশন চালিয়ে যাবেন বলে জানান।
খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এবং ধান পাশে রেখে তিনি এককভাবে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বাসা থেকে কাঁথা, পাটি ও বালিশ নিয়ে এসে তিনি এই কর্মসূচি পালন করছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর