দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক অব্যাহতি পত্রে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত তিন নভেম্বর কেন্দ্র থেকে শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে মনোনয়ন দেয়া হয়। এরপর দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ৯ ডিসেম্বর ওই মনোনয়ন বাতিল করে শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন দেয়ার জন্য তার সমর্থকরা শহরে বিক্ষোভ সমাবেশ করেন।
এ বিষয়ে যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি বিগত চার মাস আগে অর্থাৎ ১৩ জুলাই যুবদলের পদ থেকে অব্যাহতি চেয়েছিলাম। কারন, আমি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদ পাওয়ায় একসাথে দুই পদে না থাকার কারণে আমি সেই অব্যাহতি পত্র পাঠিয়েছিলাম।
কুশল/সাএ
সর্বশেষ খবর