বগুড়ায় আরেকটি নিষিদ্ধ নিষিদ্ধ পলিথিন উৎপাদন কারখানার সন্ধান পেয়েছে র্যাব। গোপনে উৎপাদন ও বাজারজাত করার তথ্য পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কারখানা থেকে ১ হাজার ১৫ কেজি পলিথিন জব্দ ও ব্যবসায়ীর ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ।
গত সোমবার রাতে বগুড়া সদর উপজেলার দক্ষিণ বৃন্দাবনপাড়া টু-স্টার প্রিন্টিং পূর্ব পালশা পলিমার কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবসায়ীর অর্থদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষন চন্দ্র দাস। গত সেপ্টেম্বর মাসে কাহালু উপজেলার ভাগদুগড়া মুরুইল ভাই ভাই পলিমার কারখানা থেকে প্রায় দেড় হাজার কেজি পলিথিন জব্দ করে র্যাব। ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সমন্বয়ে অভিযান চালানো হয়। গোপনে কারখানা খুলে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন করা হচ্ছিল। অর্থদণ্ডিত টু-স্টার প্রিন্টিং কারখানা মালিক আলহাজ্ব তারিক (৫৫) সদর উপজেলার দক্ষিণ বৃন্দাবন পাড়ার মতিয়ার রহমানের ছেলে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর