রাজধানীর উত্তরায় সকালবেলা একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে জসীম উদ্দিন রোডে হায়েস মাইক্রোবাসটি আচমকাই ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির ইঞ্জিন ওভারহিট হওয়ায় আগুনের সূত্রপাত হয়েছে। যদিও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেলেও গাড়ির ইঞ্জিন ও সামনের অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। সৌভাগ্যবশত কোনো যাত্রী বা ড্রাইভার আহত হননি।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানান, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। আগুন লাগার সময় মাইক্রোবাসটি চলছিল। ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লেগে যানবাহন ধোঁয়ায় ঢাকা হয়ে যায়। পরে ড্রাইভার গাড়িটি সড়কের পাশে রেখে ঘটনাস্থল থেকে সরে যান। প্রথমে পুলিশ তাকে ঘটনাস্থলে খুঁজে পাননি, তবে পরে তার সঙ্গে যোগাযোগ করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর