আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতা বিরোধী মামলার রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লকডাউনের ঘোষণা দেয় আওয়ামী লীগ।
এরই অংশ হিসেবে গতরাত থেকে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় পতিত আওয়ামী সরকারের দোসোররা।
বুধবার রাত সাড়ে আটটায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় চলন্ত পিকআপ থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি বাসস্ট্যান্ড ফলপট্টি এলাকায় বিস্ফোরিত হলে চাঞ্চল্যে এবং ভীতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডসহ মহাসড়কে কঠোর নিরাপত্তা নিয়ে অবস্থান করেন।
এরপর রাত ১২টায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক নারী কাউন্সিলর (৭, ৮, ৯) আওয়ামীলীগ নেত্রী জেসমিন আক্তারকে আটক করেছে সদর থানা পুলিশ।
পৌরসভার শহীদ রফিক সড়ক সরকারি হাই স্কুলের দক্ষিণ পাশের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার পর-পর দুই বারের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত একজন সক্রিয় নারী নেত্রী হিসেবেও পরিচিত।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করা হয়েছে। তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়।
প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহস্পতিবার দুপুরেই আদালতে সোপর্দ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর