বিশ্বকে বদলে দিতে ' বিকশিত হই আনন্দের সাথে ' প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।
সকালে উপজেলার দপ্তিয়র ইউনিয়ন কামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একযোগে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমানসহ ইউপি সদস্য, প্রধান শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী অভিভাবকগণ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান বলেন, টাঙ্গাইল জেলায় ১৬০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লে গ্রাউন্ড উদ্বোধন করেন, জেলা প্রশাসক শরিফা হক। শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও দরকার। যেসব স্কুলে নেই, সেগুলোতে পর্যায়ক্রমে আমাদের এই প্লে গ্রাইন্ড এর কাজ চলমান থাকবে। তিনি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
কুশল/সাএ
সর্বশেষ খবর