মানিকগঞ্জে মাঝ রাতে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা এক স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের (ঢাকা মেট্রো ব- ১১-৯৩৯৫) ভেতরে ঘুমিয়ে থাকা চালক অগ্নিদগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গাড়ি চালক মো. তাজেস খান (৪৫) সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে। বাসটি 'দ্য হলি চাইল্ড স্কুল এন্ড কলেজে'র শিক্ষার্থীদের পরিবহন করতো।
বরংগাইল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত বাস চালককে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নেন। এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সম্পূর্ণ গাড়িটি পুড়ে যায়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, আশপাশের সিসি ফুটেজ বিশ্লেষণের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর