শেরপুরের নকলায় বাল্য বিবাহের আয়োজন করার অপরাধে কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা দক্ষিণ পাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
জানা গেছে, মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া সত্ত্বেও বাল্যবিবাহের আয়োজন করার সুষ্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় কনের কনের বাবাকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেনা মর্মে কনের বাবার মুচলেকা নেয়া হয়। কেউ যেন তাদের ছেলে-মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিবাহ দিতে না পারেন এর জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। তাই বাল্য বিবাহ নিরোধ ও বন্ধে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, পুলিশ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বাল্যবিবাহ নিরোধ কমিটির সংশ্লিষ্টগণ সদা তৎপর রয়েছেন। উপজেলার কোথাও বাল্যবিবাহের আয়াজন করা হলে বা বাল্য বিবাহ দিলে এবং এর সুস্পষ্ট প্রমান পওয়া গেলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর ও আয়োজকসহ প্রয়োজনে নিকাহ রেজিষ্ট্রারদেরকেও (কাজী) আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ এপ্রিল নকলাকে শেরপুর জেলার প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হলে ও গোপনে বাল্য বিবাহ চলে আসছে বলে অভিযোগ উঠেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর