জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গনভোট আয়োজনসহ পাচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পাচদফা দাবিতে শুক্রবার বিকেলে রাজবাড়ীর আজাদী ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে এসে পথসভায় মিলিত হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নূরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ হাসমত আলী, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদ আহম্মেদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ হামিদুর রহমান বক্তৃতা করেন। বক্তারা এ সময় বলেন, বর্তমান সরকার গনভোটের নামে শুভঙ্করের ফাকির ব্যাবস্থা করছে। তাদের গনভোটের মধ্যে ষড়যন্ত্র রয়েছে, কারন যদি কোন কারনে নির্বাচন বন্ধ হয় তাহলে গনভোটের কি হবে ?। তাই নির্বাচনের আগেই গনভোটের জোর দাবি জানান বক্তারা। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন আদেশসহ পাচদফার দাবি জানান বক্তারা। দাবি মানা না হলে আরো বড় কর্মসুচীর ঘোষনার হুসিয়ারী দেন তারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর