বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আবদুল মান্নান (৪০) নামে এক শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তার পাশের নির্জন এলাকায় গুলিবিদ্ধ আবদুল মান্নানকে পথচারীরা দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশে এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ছুরিকাঘাতে হত্যা
একইদিন রাত ১টায় চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার কসাই পাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হন। নিহত আকাশ ঘোষ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে অভিযুক্ত সানি আকাশকে টাকা পরিশোধ করেনি। সেই পাওনা টাকা চাইতে গেলে সানি ও সঙ্গে থাকা আরও কয়েকজন আকাশের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কথা-কাটাকাটির একপর্যায়ে আকাশকে ছুরিকাঘাত করা হয়। জড়িত তিনজনের মধ্যে একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে, বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পিটিয়ে হত্যা
পূর্বশত্রুতার জেরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং এলাকায় ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ খুন হন। বুধবার (১২ নভেম্বর) রাতে স্থানীয় কয়েকজন লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ২৪ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মাসুদ মারা যান। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, নিহত আবদুল্লাহ আল মাসুদ ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং গ্রামের মো. মোজাহেরের ছেলে। পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। পূর্বশত্রুতার জেরে স্থানীয় কয়েকজন তার ওপর হামলা চালায়।
ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাসুদ নিহতের ঘটনায় তার ভাই আবদুল্লাহ আল রাশেদ বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় একই এলাকার মো. ওসমান (২৭), মো. আফাজ উদ্দিনের (৩১) নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ওসমান ও আফাজকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর