জলবায়ু ন্যায় বিচারের জন্য বিশ্বব্যাপী কর্ম দিবস উপলক্ষে বরগুনায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫নভেম্বর) সকাল ১০টায় ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপারস বাংলাদেশ এবং প্লানেটিয়ার্স ক্লাব যৌথভাবে এক কর্মসূচির আয়োজন করে।
র্যালিটি বরগুনা মসজিদ মার্কেট চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে শেষ হয়। শোভাযাত্রায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন এবং ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং সাইক্লিং গ্রুপ অংশগ্রহণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ধরা'র সদস্য মোস্তাক আহমেদ, মনোয়ার হোসেন, ওয়ালি উল্লাহ আল আমিন, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি রাসেল মাহমুদ, সেক্রেটারী রাকিবুল ইসলাম রাজন প্রমূখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর