খাগড়াছড়ির সীমান্তবর্তী উপজেলা রামগড়ে অবৈধ ইন্টারনেট সরঞ্জামসহ ৩ জন বিদেশী নাগরিককে আটক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও রামগড় থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ অবৈধ ইন্টারনেট সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে ২জন চায়না নাগরিক এবং একজন বাংলাদেশী নাগরিক রয়েছেন। এরা হলেন- জিয়াং চ্যাঙটং (৩৩), ত্যাং তেংগো (৩২) এবং আসিফ উদ্দিন (২৫)। চায়না নাগরিকরা বর্তমান ঠিকানা হিসেবে চট্টগ্রাম জেলার উত্তর খুলশী আ/এ, রোড নং-৩, হাউজ নং-২৮বি, ফ্ল্যাট নং-৭/এ দেখিয়েছেন। এদিকে বাংলাদেশের নাগরিক আসিফ উদ্দিন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
চায়না এ নাগরিক প্রশাসনের কোন রকম অনুমতি ব্যতিরেকে রামগড় প্রবেশ করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ নভেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ডের খান কমপ্লেক্স এর ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাদের আটক করে এসময় তারা কক্ষটির ভিতরে এর ভেতর VOIP ব্যবসা পরিচালনার লক্ষ্যে সীমবক্স সহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করছিলেন। এসব সরঞ্জামাদি সহ তাদের আটক করা হয়।
উদ্ধার হওয়া অবৈধ ইন্টারনেট সরঞ্জামাদির মধ্যে রয়েছে- ৫টি ৩২ পোর্ট এর কালো রংয়ের সিমবক্স, ১টি ২৫৬ পোর্ট এর কালো রংয়ের সিমবক্স, ৬টি সিম বক্সের কানেকশন প্যানেল, ৬টি সিম বক্সের পাওয়ার প্যানেল, ৬টি সিম বক্সের কভার, ১৬০টি সিম বক্সের এন্টিনা, ৭টি পাওয়ার এডাপ্টারসহ আরও নানান ইন্টারনেট ডিভাইস উদ্ধার করা হয়েছে।
রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, 'উপ-সহকারী পরিচালক, বিটিআরসি এজাহার দায়ের করলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) ধারায় মামলা রুজু হয়। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর