একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষের সরল বিশ্বাসের ওপর রাজনীতি করা হচ্ছে। জনগণকে স্বপ্ন দেখানো হচ্ছে, তাদের পার্টিতে থাকলে নাকি দুনিয়া-আখেরাত দুটোই ভালো হবে। এটি কেবল রাজনৈতিক বিভ্রান্তি নয়, মানুষের ঈমান নিয়েও ছিনিমিনি খেলা। ইসলাম শান্তির ধর্ম। বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যত বাধাই আসুক, জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই করে যাবে বিএনপি। আগামী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
শনিবার বিকালে সোনাইমুড়ী উপজেলা নাটেশ্বর ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে মহিলা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
নাটেশ্বর ইউনিয়ন মহিলা দলের বিবি কুলসুমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার আহমদ, সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, বিএনপির মহিলাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর