লিবিয়ার উপকূলে ইউরোপগামী দুইটি অভিবাসী নৌকা ডুবে অন্তত চারজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার রাতের এ ঘটনায় নিহতরা ২৬ জন বাংলাদেশিকে বহনকারী একটি নৌকার যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।
উদ্ধারকর্মীরা জানান, আল খুমস উপকূল অঞ্চল থেকে যাত্রা করা দুটি নৌকার একটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি। এদের মধ্যে চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজদের খোঁজে অভিযান চলছে।
দ্বিতীয় নৌকাটিতে প্রায় ৭০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন, যাদের বেশিরভাগই সুদানি নাগরিক। তবে ওই নৌকার যাত্রীদের মধ্যে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।
লিবিয়ান রেড ক্রিসেন্ট ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে, যেখানে বেঁচে যাওয়া অভিবাসীদের সহায়তা ও উদ্ধারকর্মীদের কালো বডিব্যাগে মরদেহ সরিয়ে নিতে দেখা যায়।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, উত্তর আফ্রিকা থেকে ইতালি যাওয়ার কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুটটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ। এ বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ১,৫০০-র বেশি মানুষ নিখোঁজ বা মৃত হয়েছেন, যার একটি বড় অংশ লিবিয়া উপকূলে ঘটেছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তারা বলছে, অনিরাপদ নৌযান ও মানবপাচারচক্রের দৌরাত্ম্যের কারণে প্রতি বছর শত শত মানুষ এ পথে প্রাণ হারাচ্ছেন।
বাংলাদেশি নিহতদের পরিচয় শনাক্ত ও অন্যান্যদের অবস্থান জানতে বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে।
সূত্র-বিবিসি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর