বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, সারাদেশে মানুষের মধ্যে নির্বাচনী আমেজ বইছে। অলিগলি, শহর, গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে। সারাদেশের মানুষ ভোট প্রদানের জন্য উৎসুক হয়ে আছে। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, এই ট্রেন একটি সুন্দর ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ গন্তব্যে গিয়ে থামবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী ট্রেনকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে হবে।
সোমবার বিকালে নিজ নির্বাচনী এলাকা হাতিয়ার হরণি ইউনিয়নের ৩নং ওয়ার্ড টাংকি সমাজে উপজেলা বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি হাতিয়ার নানাবিধ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের কথা শোনেন। বিএনপি সরকার গঠনের পর সবার সহযোগিতায় এসব উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার কথা জানান শামীম।
এসময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, সাবেক উপজেলা যুবদল সভাপতি আজাদ, হরণি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান দোলন, ইউনিয়ন যুবদল সেক্রেটারি মহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর