মানিকগঞ্জ দুর্বৃত্তের দেওয়া স্কুল বাসে আগুনের ঘটনার তিন দিন পর দগ্ধ চালক পারভেজ খানের (৪৫) মৃত্যু হয়েছে।
আজ (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) মাঝরাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় থেমে থাকা হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা চালক পারভেজ খান দগ্ধ হন।
নিহত পারভেজ খান সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তার এক ছেলে এবং এক মেয়ে।
এই ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর