মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত দুই রিকশা চালককে আর্থিক সহায়তা দিয়েছে জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আহত দুই পরিবারের সাথে উপস্থিত হয়ে সমবেদনা জানান জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আফরোজা খানম রিতার পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আ. ফ. ম. নূরতাজ আলম বাহার।
এ সময় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, ছাত্রদল নেতা রাগিব নূর আবির প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল (১৬ নভেম্বর) রাত দশটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার অদম্য–৭১ স্মৃতিস্তম্ভের সামনে প্রথমে দুই ককটেল বিস্ফোরণ ঘটে। এর আধাঘন্টা পর রাত সাড়ে দশটায় মানিকগঞ্জ পৌরসভা মার্কেটের সামনে আরো একটি ককটেল বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণ সড়কে রিকশা চালানো অবস্থায় সাগর (১৬) ও নবীন (৪৫) দুই রিকশাচালক গুরুতর আহত হন।
এ ঘটনায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ সময় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা আহত দুজনের চিকিৎসা ভার বহন করে। প্রাথমিক চিকিৎসা শেষে এরা দুজন বাড়িতে ফিরলে আজ জেলা বিএনপি'র পক্ষ থেকে তাদের পরবর্তী চিকিৎসার ভাড় নেওয়া হয় এবং আর্থিক সহায়তা করা হয়।
জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পিপি আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য জামায়াত এবং আওয়ামীলীগ নাশকতা শুরু করেছে। এর মাধ্যমে তারা সাধারণ জনগণকে ভীতিকর পরিস্থিতিতে রাখতে চায়। আমরা এসকল আগুন সন্ত্রাস ও হামলার তীব্র নিন্দা জানাই। এ সকল ঘটনা যারা ঘটাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
তিনি আরো বলেন, আমাদের নেত্রী আফরোজা খানম রিতার নির্দেশনায় আমরা আহত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আহত ব্যক্তি ও পরিবারের সদস্যের প্রতি সার্বিক খেয়াল রাখছি।
আহত পরিবাররা আর্থিক সহযোগিতা এবং জেলা বিএনপি'র নেতৃবৃদ্ধদের কাছে পেয়ে সাহস ফিরে পেয়েছেন বলে মন্তব্য করেছেন ভুক্তভোগী পরিবার। এ সময় তার আবেগ আপ্লুত হন এবং নেত্রী আফরোজা খানম রিতার জন্য দোয়া করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর