আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে ধানের শীষের সমর্থনে বিশাল মোটর শোভাযাত্রা হয়েছে।
সোমবার বিকালে সেনবাগ উপজেলার ইয়ারপুর নিজ বাসভবন থেকে বিশাল মোটর শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মটর এ শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো,জেলা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর,সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো শহীদ উল্ল্যা, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিয়া মো. ইলিয়াস, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ফারুক বাবুল, যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটন, সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফখরুল ইসলাম রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর