বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি আবারও জটিলতার দিকে ধাবিত হচ্ছে। জেলার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৯৭জনে।
এর মধ্যে বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন রোগী। মঙ্গলবার (১৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বরগুনা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২১ জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন ৬০ জন রোগী।
একই সময়ে জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১৮ জন রোগী ভর্তি হন- আমতলীতে ৩, বামনায় ২, বেতাগীতে ৪ এবং পাথরঘাটায় ৯ জন। উপজেলা পর্যায়ে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৭ জন।
চলতি বছরে বরগুনায় সরকারি হিসাব অনুযায়ী ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন ৯ হাজার ২৯ জন। এর মধ্যে ৮ হাজার ৯২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুধু সদর জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৪৪ জন এবং উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৯৮৫ জন।
ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় বরগুনা সদরের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাথরঘাটা উপজেলা। এখন পর্যন্ত এ উপজেলায় ৯১০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই ২ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাবে জেলায় ডেঙ্গুতে মোট মৃত্যু ১৫ জনের মধ্যে জেনারেল হাসপাতালে ১২ জন, আমতলীতে ১ জন এবং পাথরঘাটায় ২ জন। তবে জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায় আরও অন্তত ৪৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ফলে বেসরকারি হিসাবে বরগুনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৪ জনে।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, মার্চ মাসেই বরগুনাকে ডেঙ্গুর ‘হটস্পট’ ঘোষণা করা হয়েছিল। তিনি বলেন, 'বিভিন্ন দফার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, স্থানীয় প্রশাসনের সমন্বয় ও স্বাস্থ্য কর্মীদের নিরলস প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এই বিপুল সংখ্যক রোগী থাকা সত্ত্বেও সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ১৫-এ সীমাবদ্ধ রাখা বড় চ্যালেঞ্জ ছিল।'
তিনি আরও বলেন, 'ডেঙ্গুকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে জনগণের সচেতনতা বাড়ানো, বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ জোরদার করলে বরগুনায় ডেঙ্গুর ভবিষ্যৎ ঝুঁকি অনেকটাই কমে আসবে।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর