আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ও পৌর এলাকার ইমাম-ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি ২৯৮ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে মাটিরাঙ্গার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের সভাপতিত্বে এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
মতবিনিময় সভায় ওয়াদুদ ভূইয়া বলেন, নির্বাচিত হলে পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে কাজ করবে বিএনপি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এসময় তিনি জামাতের কয়েকটি বিষয়ে সমালোচনা করে বলেন, 'জামাত ধর্মকে পুঁজি করে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। বর্তমানে সংগঠনটি পতিত আ'লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচনকে ঘিরে তামাশা করছে। পিআরসহ কয়েকটি বিষয় নিয়ে নির্বাচন ভন্ডুল করতে চাচ্ছে জামাত এমন অভিযোগও করেন ওয়াদুদ ভূইয়া।' তিনি বলেন, 'বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও আন্তরিক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান থেকে এ রেওয়াজ শুরু হয়েছে। তা যুগ যুগ ধরে রেখে কাজ করে আসছে বিএনপি। পাহাড়েও এর ব্যতিক্রম নয়।'
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, 'পতিত আ'লীগ সরকারের মেয়াদে মানুষ ভোট দিতে পারেনি। যার জন্যে বিএনপি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে মামলা, হামলা, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। মানুষের ভোটে নির্বাচিত হলে পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে কাজ করবে বিএনপি।'
এ মতবিনিময় সভায় ইমাম ও ওলামা মাশায়েখরা ছাড়াও জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সভা ছাড়াও সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা বাজারের ব্যবসায়ীদের সাথে আরও একটি মতবিনিময় সভা করবেন ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
ওয়াদুদ ভূইয়া খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক। সে সাথে তিনি খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর