সরকারি তিতুমীর কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এক নেতাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আটক হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম তাসরিফ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আটক তাসরিফ তিতুমীর কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের (২০১৯–২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
সূত্রে জানা যায়, ইনকোর্স পরীক্ষা দিতে কলেজে প্রবেশ করেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী তাসরিফ। এ সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করেন। এরপর তাকে আটক করা হয় এবং গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তাসরিফ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তার আচরণ ছিল উশৃঙ্খল। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রনেতাদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এসব কারণে তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর