ঢাকার মহাখালীতে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে বটতলা এলাকার দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে হঠাৎ করে বাসটিতে আগুন ধরে যায়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের ঘটনাও নিশ্চিত হয়নি। বীরউত্তম একে খন্দকার সড়কের (গুলশান–মহাখালী লিংক রোড) মহাখালীমুখী লেনে বাসটিতে আগুন লাগে বলে জানা গেছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাটি ঘটে হঠাৎ করেই। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আশপাশের ভবনের নিরাপত্তাকর্মীরা পানি ও অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনার মধ্যে নতুন এই অগ্নিকাণ্ড ঘটল। এর আগে বুধবার রাত ১০টার দিকে রামপুরায় বিটিভি ভবনের সামনে ‘ভিক্টর’ পরিবহনের একটি বাসে আগুন লাগে। ওই ঘটনায় বাসটি পুড়ে গেলেও কেউ আহত হননি।
সাজু/নিএ
সর্বশেষ খবর