দৈনিক জনবাণী পত্রিকার পূবাইল প্রতিনিধি রবিউল আলম কে সভাপতি ও চ্যানেল এস এর পূবাইল প্রতিনিধি ফয়সাল ভুঁইয়া কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী পূবাইল সাংবাদিক ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় গাজীপুর মহানগরীর পূবাইল মিরের বাজারের ফৌজিয়া সরকার মার্কেটে পূবাইল সাংবাদিক ক্লাব অফিসে এই কমিটি গঠন করা হয়। অন্যান্য নির্বাচিরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনন্দ টিভির প্রতিনিধি শাকিল খান।
সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক যুগ -যুগান্তর পত্রিকার প্রতিনিধি শাহিন সরকার, কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রভাত এর পূবাইল প্রতিনিধি জাহিদ হাসান , অর্থ সম্পাদক, দৈনিক কালের ছবি পত্রিকার পূবাইল প্রতিনিধি আবু সাঈদ চৌধুরী, প্রচার সম্পাদক দৈনিক দেশান্তর পত্রিকার আসিফ রায়হান, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার পূবাইল প্রতিনিধি কবিতা ইসলাম কে মহিলা বিষয়ক সম্পাদিকা করা হয়েছে।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, দৈনিক দেশ বর্তমান পত্রিকার পূবাইল প্রতিনিধি লিটন মিয়া,, ঢাকা টাইমস টঙ্গী -পূবাইল প্রতিনিধি রাজীব হোসেন, সময়ের কণ্ঠস্বর, বিডি২৪লাইভ গাজীপুর প্রতিনিধি রাসেল শেখ, মাতৃ জগত পত্রিকার পূবাইল প্রতিনিধি রাকিব হোসেন, দৈনিক সংবাদ মোহনার পূবাইল প্রতিনিধি ফিরোজ হোসাইন, দৈনিক ঢাকার ডাক পত্রিকার পূবাইল প্রতিনিধি আলতাফ হোসেন,আই আইপি টিভির পূবাইল প্রতিনিধি ইসমাইল হোসেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর