রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২৭ নভেম্বর। রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক আসামির যুক্তিতর্ক শেষে এ তারিখ নির্ধারণ করেন।
মামলার একমাত্র কারাবন্দি আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে সেদিন আদালতে উপস্থিত করা হয়। তিনি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে খালাস চান। তবে মামলার অন্যান্য আসামিরা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়নি এবং তাঁরা আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাননি।
দুদকের প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান যুক্তিতর্কে জানান, শেখ হাসিনাসহ সব আসামির বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি আদালতের কাছে তাঁদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন।
গত জানুয়ারিতে দুদক পৃথক ছয়টি মামলা করে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকসহ মোট ২৩ জনকে আসামি করা হয়। এছাড়া সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞাসহ বিভিন্ন সময়ের বহু উচ্চপদস্থ কর্মকর্তা ছয়টি মামলায় অভিযুক্ত হন।
অভিযোগ অনুযায়ী, ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা যোগ্যতার শর্ত পূরণ না করেই পূর্বাচল নতুন শহরের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন, যা দুর্নীতি হিসেবে চিহ্নিত করেছে দুদক। ছয়টি মামলার মধ্যে তিনটির বিচার চলছে বিশেষ জজ আদালত-৫ এ এবং বাকি তিনটি মামলা বিচারাধীন বিশেষ জজ আদালত-৪ এ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর