কক্সবাজারের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)- এর চার সদস্য এবং দেশটির সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন গাছবুনিয়া পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। স্থানীয় পাড়াবাসীর কাছে আশ্রয় নেওয়ার পর বিজিবি অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও বিজিবির তথ্য অনুযায়ী, রবিবার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের মংজয়পাড়া এলাকার ৪২ নম্বর পিলার থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে- বাংলাদেশের অভ্যন্তরে- পাঁচজন মিয়ানমার নাগরিক স্থানীয়দের কাছে আশ্রয় চান। খবর পেয়ে ৩৪ বিজিবির আওতাধীন মংজয়পাড়া বিওপির টহল দল গিয়ে তাদের আটক করে।
আটক পাঁচজনই মিয়ানমারের সরকারি নিরাপত্তাবাহিনীর সদস্য। এরা হলেন, কো কো সাইন (৩৫): মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা ও বিজিপির সেকেন্ড ইন্সপেক্টর, সোয়েথু রা (৩৮): আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য, অং সান হতু (২৫): আওয়ার্দি রাজ্যের মাগাতুতাও শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য, কিয়াও জায়ের লিন (৩২): আয়াওয়ার্দি রাজ্যের বাসিন্দা ও বিজিপি সদস্য ও মিন মিনও (৪১): ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা ও জান্তা সেনাবাহিনীর সদস্য।
তাদের কারও কাছেই অস্ত্র উদ্ধার হয়নি বলে জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি সত্য। মিয়ানমার থেকে পাঁচজন ব্যক্তি পালিয়ে এসে স্থানীয়দের কাছে আশ্রয় নিয়েছিল।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসে। আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় প্রেরণ করা হয়েছে। তারা অবৈধ অনুপ্রবেশকারী। তদন্তের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, বিজিবি পাঁচজনকে থানায় এনেছে। এজাহার প্রস্তুত হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হবে- তারা কারা, কেন এসেছে তা খতিয়ে দেখা হবে।
মিয়ানমার সীমান্তে সামরিক সংঘাত ও অস্থিরতার কারণে গত কয়েক মাসে বহু মিয়ানমার সেনা ও বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে ৭ মে পর্যন্ত বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৫২ জন অনুপ্রবেশ করে। তাদের তিন দফায় মিয়ানমারে ফেরত পাঠায় বাংলাদেশ।
ঘুমধুম সীমান্তে নতুন করে নিরাপত্তাবাহিনীর সদস্যদের অনুপ্রবেশে সীমান্ত পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
কুশল/সাএ
সর্বশেষ খবর