চট্টগ্রাম নগরের জনবহুল হালিশহর বড়পুল মোড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ডেক্সির বাড়ী রেস্টুরেন্ট গ্রুপের নতুন উদ্যোগ, ‘ডেক্সি ডাইন রেস্টুরেন্ট’। সোমবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য নাগরিক ও ব্যবসায়ীগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেক্সি ডাইনের স্বত্বাধিকারী রেজাউল করিম, মামুনুর রশীদ, ওমর ফারুক এবং আহমেদ টুটুল।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “খাদ্যসেবায় নতুন মান ও নতুন প্রত্যাশা নিয়ে ডেক্সি ডাইন যাত্রা শুরু করলো—এ উদ্যোগ শুধু ব্যবসায়িক নয়, বরং সেবামুখী হওয়া উচিত।”
স্বত্বাধিকারীরা জানান, গ্রাহকদের উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা খোলা থাকবে, যাতে যেকোনো সময় গ্রাহকরা খাবার উপভোগ করতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের জন্য ছিল বিশেষ ছাড় এবং র্যাফেল ড্র।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর