কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় নারী-শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোররাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ঘাট সংলগ্ন সৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, ‘সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন কচ্ছপিয়া ঘাটের কাছে জড়ো হয়েছে- এমন তথ্য পেয়ে কোস্টগার্ড ও পুলিশের দল সেখানে যায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তবে ২৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’
তিনি আরো জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে- দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র তাদের মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখানো, উচ্চ বেতনের লোভ দেখানো এবং অল্প খরচে বিদেশ পাঠানোর আশ্বাসেই তারা সমুদ্রপথে যাওয়ার ঝুঁকিপূর্ণ পরিকল্পনায় রাজি হন।
তিনি আরোও বলেন, ‘মানবপাচার রোধে কোস্টগার্ডের অভিযান চলমান আছে, ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।’
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর