হংকংয়ের তাই পো জেলায় বুধবার (২৬ নভেম্বর) বিকেলে একটি আবাসিক ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘন ধূসর ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে, আর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
হংকং পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে (RTHK) জানিয়েছে, ভবনের ভেতরে বেশ কয়েকজন এখনো আটকে রয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তি গুরুতর দগ্ধ হয়েছেন।
দমকল বিভাগ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্টে আগুন লাগার প্রথম খবর তারা পায়। পরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে বিকেল ৩টা ৩৪ মিনিটে আগুনটিকে নম্বর ৪ অ্যালার্ম হিসেবে ঘোষণা করা হয়।
ওয়াং ফুক কোর্ট মোট আটটি ব্লক নিয়ে গঠিত একটি আবাসিক কমপ্লেক্স, যেখানে প্রায় ২,০০০ আবাসিক ইউনিট রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত টাওয়ারটির আশপাশের একাধিক ভবনের বাইরের অংশে বর্তমানে বাঁশের মাচা (স্ক্যাফোল্ডিং) স্থাপিত রয়েছে।
এর আগে, বাংলাদেশের রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। বিকেল ৫টার দিকে লাগা এই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বস্তিজুড়ে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর