আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়রের বাড়ির সন্নিকটে নির্মিত এ তোরণে আগুন দেয় দুর্বৃত্তরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন পুর্বে মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থকরা ঢাকা- গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গায় একটি তোরণ নির্মাণ করেন। বুধবার সন্ধ্যায় দুর্বৃত্তরা ওই তোরণে আগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। পথচারীরা তোরণে আগুন দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও দেখার পর তা জানাজানি হয়।
এ বিষয়ে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, যারা তোরণে অগ্নিসংযোগ করেছে তারা কাজটি ভালো করেনি। এগুলো করে আমাদের দমিয়ে রাখা যাবে না।
ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, অগ্নিসংযোগের খবরটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর